ডিএমপি’র গোয়েন্দা (লালবাগ) বিভাগের অভিযান
রাজধানীর ডেমরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা বড়িসহ ৩ মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাদের আদালতে পাঠায় গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিনগত রাতে ডেমরার ষ্টাফ কোয়ার্টার এলাকায় ইয়াবা বড়ি বিক্রির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডেমরার ডগাইর বাঁশেরপুল এলাকায় বসবাসরত ভোলার চরফ্যাশন থানার জিন্নাগড় গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মো. শাহিন (৪৬), কক্সবাজারের টেকনাফ থানার জিম্বংখালি গ্রামের মো. খোরশেদ আলম (১৯) ও ফেনীর সদর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মৃত মহিম চন্দ্র চক্রবর্তীর ছেলে গোবিন্দ চক্রবর্তী (৩৮)। এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ থানার জিম্বংখালি গ্রামের মো.সৈয়দ আলমের ছেলে মো. ইসহাক পলাতক রয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে বুধবার রাতেই পলাতক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা (লালবাগ) বিভাগের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতার ৩ মাদক চোরাকারবারি পলাতক ইসহাকের সঙ্গে যোগসাজস করে ডেমরা ও আশাপাশের এলাকায় ইয়াবা বড়ি সরবরাহ ও বিক্রি করে আসছিলো।