1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থানীয় সরকারের কাঠামো, বিভিন্ন দল ও নির্বাচনে নারীর ভূমিকা নিয়ে দিনাজপুরে দিনব্যাপি নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় খেলাফত মজলিসের গণসমাবেশ অনুষ্ঠিত মাগুরায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই-আগস্ট বিপ্লবের অর্জন যেকোন মূল্যে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে হবে – মাগুরায় সিনিয়র সচিব নিয়ামত উল্যা ভূঁইয়া মাগুরায় জামায়াতের অমুসলিম শাখার কমিটি গঠন,পরেশ সভাপতি-উত্তম সেক্রেটারী “” রাত ১২:০০ বাজলেই শুরু হবে নতুন দিন, নতুন সময়,নতুন বছর”” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের  সাথে মিশে গিয়ে রাজনীতি করেছে, জনগণকে নিয়ে কৃষি, শিল্পী, উন্নয়নে বিপ্লব করে আধুনিক বাংলাদেশ গড়ে তোলেন ঠাকুরগাঁওয়ের সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি ! চাম্বল-শেখেরখীল-ছনুয়া রিক্সাচালক ও সি.এন.জি. শ্রমিক কল্যাণ সমবায় সমিতির নির্বাচন ১ মার্চ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ-জামায়াতের আমির শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিমপুর থানা সেক্রেটারী রিয়াজ উদ্দিনের মেয়ের মৃত্যুতে কাশিমপুর থানা জামায়াতে ইসলামীর শোক

স্থানীয় সরকারের কাঠামো, বিভিন্ন দল ও নির্বাচনে নারীর ভূমিকা নিয়ে দিনাজপুরে দিনব্যাপি নীতিমালা বাস্তবায়নে অভিজ্ঞতা বিনিময় সভা সম্পন্ন

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৮৬ বার

দিনাজপুরে স্থানীয় সরকারের কাঠামো, বিভিন্ন রাজনৈতিক দলের তৃনমুলে নারীকে গুরুত্বপূর্ন পদ প্রদান ও নির্বাচনে নারীর ভুমিকা নিয়ে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর সোমবার সকালে সকালে সুইজ হেলভেটাস ইন্টারন্যাশনালের সহায়তায় ও বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসি ওয়াচ‘র আয়োজনে দিনাজপুর শহরের এনজিও ফোরাম কনফারেন্স রুমে অপরাজিতা প্রকল্পের অধিনে জেলার ৪ উপজেলার অর্ধশতাধিক নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও আগ্রহী নারী নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দের সাথে নীতিমালা বাস্তবায়ন ও অভিজ্ঞতা/ মতবিনিময় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনাজপুর কোতয়ালী আ:লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড: মোফাজ্জল হোসেন দুলাল,জাতীয় পার্টির সা:সম্পাদক আহম্মেদ শফি রুবেল,প্রেসক্লাবের সাবেক সা:সম্পাদক গোলাম নবী দুলাল,বিএসএস প্রতিনিধি রোস্তম আরী মন্ডল,কাহারোল আ:লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক শরিফুল ইসলাম,কাহারোল উপজেলা জাতীয় পার্টির সা:সম্পাদক মো: মনির হোসেন খান,হেলভেটাস ইন্টার কোঅপারেশন বাংলাদেশের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ফৌজিয়া খন্দকার। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অপরাজিতারা নারীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে রাজনৈতিক দলে নিজেদের সমস্যা/সম্ভবনা এবং বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরে তাদের নিজেস্ব বক্তব্য রাখেন।

সভার সভাপতি ইমদাদ সরকার সমাপনী বক্তব্যে বলেন, নারীর ক্ষমতায়ন ও নীতিমালা বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বদ্ধ পরিকর। নারীদের সর্বক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে পদায়ন করতে ৩৩% কোটা চালু রয়েছে। নারীরা যখন পুরুষদের সমসাময়িক সবক্ষেত্রে কার্যক্রমে নিশ্চিতভাবে অংশগ্রহণ করতে পারবে তখন কোটা বাস্তবায়নের আর প্রয়োজন হবে না। বর্তমানে নারীদের পিছিয়ে থাকার কারনে তাদের এগিয়ে নিতে এ কোটা চালু রয়েছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর দেশের তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্যদের নির্বাচনের মাধ্যমে পদ সৃষ্টি করেছে। ইতিপূর্বে এই সংরক্ষিত পদগুলো ভোট ছাড়া সৃষ্টি করা হতো। বর্তমান সরকার সরাসরি ভোটের মাধ্যমে নারীদের সকল ক্ষেত্রে পদ সৃষ্টি করে এক যুগান্তকারী পদক্ষেপ সৃষ্টি করেছে। তিনি নারীদের নিজের ঘর সংসার ঠিক রেখে বাইরে নেতৃত্ব দেয়ার জন্য সকল নেত্রীদের আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে অপরাজিতা প্রকল্পের প্রেক্ষাপট ও উদ্দেশ্য উপস্থপান করে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমোক্রেসি ওয়াচ অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী মো: কামরুজ্জামান ও মুল প্রবন্ধ পাঠ করেন রহিমা পারভিন লাভলী। এছাড়াও অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা নুরুল আমিন শাহ্্, গোলাম মোস্তফা বাদশা, নারী নেত্রী শাহানাজ বেগম, রোকেয়া খাতুন, জোলেখা বেগম, সুবর্ণ রায়, হেলেন রায় ও জেসমিন সুলতানাসহ প্রমুখ।

মতবিনিময় সভায় ৪ উপজেলার অর্ধ-শতাধিক নির্বাচিত নারী জনপ্রতিনিধি ও আগ্রহী নারী নেত্রীসহ বিভিন্ন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেমক্রেসি ওয়াচ অপরাজিতা প্রকল্পের কর্মসুচী সমন্বয়কারী ফিরোজ নুরুন নবী যুগল এবং সার্বিক তত্বাবধানে সদর উপজেলা সমন্বয়কারী মো: মুশফিকুর রহমান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম