ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রধান কার্যালয় কর্তৃক ২৪ অক্টোবর- ১১ নভেম্বর একাউন্ট অপেনিং স্পেশাল ক্যাম্পেইনে কুমিল্লা জোনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর শাখা প্রথম স্থান অর্জন করায় পুরস্কার প্রদান করা হয়।
সোমবার (২২ নভেম্বর) নবীনগর শাখা কার্যালয়ে এ কৃতিত্ব পুরস্কার প্রদান করা হয়। নবীনগর শাখায় একাউন্ট অপেনিং কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন শাখার কর্মকর্তা রবিউল হোসাইন রবি।
কৃতিত্ব পুরস্কার প্রদান করেন, কুমিল্লা জোনের জোনাল হেড মোঃ মাহবুব আলম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। এসময় উপস্থিত ছিলেন, নবীনগর শাখার প্রধান মোঃ শহিদুল্লাহ এভিপি, ম্যানাজার (অপারেশন) ও জোনাল অফিস থেকে আগত অতিথিবৃন্দ।
রবিউল হোসাইন রবি বলেন, এ পুরস্কার প্রাপ্তি আমাকে কাজে আরো অনুপ্রেরণা যোগাবে। সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।