1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়ার ধামসোনা পৌরসভায় উন্নীত হওয়া সময়ের অপেক্ষা মাত্র - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড ঠাকুরগাঁও — ২ আসনে দুই সাবেক এমপি ও ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার মামলা । মাগুরায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মাগুরায় সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজন গ্রেপ্তার! মাগুরায় মিথ্যা অপপ্রচার ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন!

আশুলিয়ার ধামসোনা পৌরসভায় উন্নীত হওয়া সময়ের অপেক্ষা মাত্র

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ২৩৯ বার

ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ পৌরসভায় উন্নীত হওয়া শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে আগামী ২ ডিসেম্বরের মধ্যে ধামসোনা ইউনিয়নের কেউ পৌরসভায় উন্নীত হওয়ার বিষয়ে জেলা প্রশাসকের কাছে আপত্তি তুললে তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে । অন্যথায় খুব শীঘ্রই ধামসোনা ইউনিয়ন পৌরসভায় উন্নীত হবে। কিন্তু আগামী শনিবার (২৭ নভেম্বর) ৫ম দফায় ঘোষিত তফসিলে সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের নির্বাচন অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

আগামী ২৮ ডিসেম্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেক্ষেত্রে ধামসোনা ইউনিয়নকে ২৮ ডিসেম্বরের মধ্যে পৌরসভা ঘোঘণা করা না হলে এ ইউনিয়নেও নির্বাচনে করতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখার উপসচিব ফারজানা মান্নান গত ২ নভেম্বর স্মারক নং-৪৬.০০.০০০০.০৬৪.৩১.২৬৫.২১/২৩২৮-এর মাধ্যমে ঢাকা জেলা প্রশাসককে সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে জানান। এ স্মারকপত্রে তিনি জানান, ঢাকা জেলার সাভার উপজেলার ধামসোনা ইউনিয়নকে পৌরসভা গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ৩(৩) ধারার বিধানমতে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপনের বিরুদ্ধে উক্ত এলাকার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব ০১ (এক) মাসের মধ্যে সরকারের পক্ষে জেলা প্রশাসক বরাবর লিখিত আপত্তি উথ্থাপন করতে পারবে মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩(৩) ধারার বিধান মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় সংক্রান্ত প্রজ্ঞাপনের বিষয়ে উথ্থাপিত আপত্তিসমূহ (যদি থাকে) ধারা ৩(৪) ধারা মোতাবেক নিষ্পত্তি করে মতামতসহ প্রতিবেদন প্রেরণের জন্য সরকারের পক্ষে জেলা প্রশাসক, ঢাকা-কে নির্দেশক্রমে ক্ষমতা অর্পণ করা হলো।

এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ধামসোনা পৌরসভা করার বিষয়টি গণশুনানির জন্য ঢাকা জেলা প্রশাসক অফিসে পাঠানো হয়েছে। গণশুনানিতে এর পক্ষে বিপক্ষে মতামত থাকলে তা পরবর্তী তিন মাসের মধ্যে নিষ্পত্তি হবে। পরবর্তীতে তা বিশ্লেষণ করে ধামসোনাকে শহর ঘোষণা করা হবে। এরপর তা গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য যাবে ফের জেলা প্রশাসকের দপ্তরে। ওই প্রতিবেদনের পর সচিব কমিটিতে তা অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এনিয়ে বৈঠক করবেন। তারপর উঠবে মন্ত্রিপরিষদ সভায়। এরপর প্রধানমন্ত্রী কার্যালয়ে গেজেট প্রকাশ করা হবে। সব মিলিয়ে এসব ধাপ পূরণ হতে সময় লাগবে কমপক্ষে এক বছরের বেশি সময়। তবে জেলা প্রশাসকের কাছে ধামসোনা পৌরসভা গঠনের ব্যাপারে জেলা প্রশাসকের কাছে কেউ যদি আপত্তি না দেয় সে ক্ষেত্রে সময় অনেক কম লাগবে।

জানা যায়, স্থানীয় সরকার, পল্লীয় উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ গত ২৪ জুন স্মারকনং-৪৬.০০.০০০০.০৬৪.৩১.২৬৫.২১/২০২৬-এর মাধ্যমে ঢাকা জেলা প্রশাসকের কাছে সাভার উপজেলার ধামসোনা পৌরসভা গঠন সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চায়।

পরে এ বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ২২ আগস্ট স্মারক নং-০৫.৪১.২৬০০.০১৭.৩৪.০০১.২১-৮৫-এর মাধ্যমে সাভার উপজেলা নির্বাহী অফিসারের কাছে ধামসোনা পৌরসভা গঠনের উপযোগিতা সংক্রান্ত বিষয়ে তথ্য চায়। সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগ বিভিন্নভাবে যাচাই-বাছাই করে দেখেছে, ধামসোনা পৌরসভায় দেশের ক শ্রেণী পৌরসভার সমপরিমাণ রাজস্ব আদায় হবে। জনসংখ্যার দিক থেকেও দেশের ইউনিয়নগুলোর মধ্যে ধামসোনা ইউনিয়নের জনসংখ্যা সবচেয়ে বেশি। ধামসোনা ইউনিয়নে রয়েছে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড), আশুলিয়া সার্কেল ভূমি অফিস, নবম পদাতিক ডিভিশনের কিছু অংশ, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১, আশুলিয়া থানাসহ অনেক প্রতিষ্ঠান।

এসব বিবেচনা করেই আগামী একনেক সভায় স্বণির্ভর ধামসোনা ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করা হচ্ছে বলে জানা গেছে। এ খবর জেনে এরই মধ্যে ধামসোনা পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পেতে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ে লবিং শুরু হয়েছে। আর এ জন্যই সাভার উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা বিলম্ব হচ্ছে বলে সূত্র জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম