চট্টগ্রামের বায়েজিদ রৌফাবাদ এলাকা থেকে স্বামী স্ত্রীসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২৩ নভেম্বর সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার কৃতরা হলেন তাসলিমা আকতার (১৯), মো. ফয়সাল (৩৩) ও মোহাম্মদ রহিম (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ থানায় মাদক আইনে মামলস রুজু করা হয়েছে। বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বেচাকেনার সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতার হওয়া তাসলিমার মা খতিজা বেগম পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় এবং পুলিশ সুত্র জানায়, নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় খতিজা বেমগ একটি সিন্ডিকেট করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ জুয়ার আসর ও পতিতা ব্যবসা চালিয়ে আসছে। ইতিপূর্বে পুলিশের হাতে খতিজা বেশ কয়েকবার গ্রেফতার হলেও পরে ছাড়া পেয়ে পুনরায় এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।