চট্টগ্রামের হাটহাজারীতে এক কিশোর ছেলে খুন করেছে নিজ পিতাকে। খুন করা বাবাকে জাহেদুল ইসলাম (১৮) নামীয় কিশোর ছেলেটি নিজেই হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ গ্রেফতার করে তাকে।
শুক্রবার (২৬ নভেেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আমিন মোহাম্মদ মুন্সি আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। খুন হওয়া ব্যক্তিটির নাম শাহ্ আলম (৫০)। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে খুনী জাহেদুল সাংবাদিকদের বলেন- আমার পিতা দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। আজকে মাদক সেবন করার জন্য টাকা চাইতে আসলে টাকা না দেয়ায় আমাকে বটি দিয়ে মারতে আসে, ক্ষিপ্ত হয়ে আমিও মেরেছি।’