ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দিঘারপাড়া গ্রামে ঘরে ঢুকে রেজাউল ইসলাম (৪৯) নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
শনিবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ইসলাম ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।
দিঘারপাড়া গ্রামের ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিল রেজাউল। রাত ৩ টার দিকে কে বা কারা এসে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। তার আত্মচিতকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে।
কালীগঞ্জের ত্বত্তিপুর পুলিশ ফারির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম বলেন, ঘটনা সত্যি। লাশ এখনো যশোর আছে। বিস্তারিত পরে জানানো যাবে।