কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিয়ের ছয় মাস পর স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যার করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ তামান্না আক্তার কনা (১৯) সে লাকসাম পৌরশহরে নশরতপুর গ্রামের হতদরিদ্র আনোয়ার হোসেনের মেয়ে।
রোববার সন্ধ্যায় উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন আলোকদিয়া গ্রামে ভূঁইয়াবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূ বড় ভাই সবজি আহমদ বিপ্লব বাদী হয়ে রবিবার রাতে স্বামী শরিফুল ইসলাম রাশেদকে এক নাম্বার আসামি করে তার শাশুড়ী ও দেবর বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় একটি হত্যার মামলা করেন। সোমবার স্বামী রাশেদ ও তার বড় ভাই রাকিব গ্রেফতার করে থানা নিয়ে আসেন মনোহরগঞ্জ পুলিশ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের আলোকদীয়া গ্রামের ভূঁইয়াবাড়ির এলাকার অহিদ উল্লার ছেলে রাজমিস্ত্রি শরিফুল ইসলাম রাশেদের সঙ্গে তামান্না আক্তার কনার ছয় মাস আগে বিয়ে হয়।বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শ্বশুর-শাশুড়ি ও স্বামীর নির্মম নির্যাতনের শিকার হন তামান্না। গত কয়েক দিন আগে সৌদি আরব যাওয়ার কথা বলেন স্বামী রাশেদ। তামান্নাকে বাপের বাড়ির থেকে দুই লাখ টাকা নিয়ে আসার জন্য চাপ দেন স্বামী ও তার শ্বশুর-শাশুড়ি। গৃহবধূ তামান্না সেই দাবির কথা তার হতদরিদ্র বাবা-মাকে অবগত করেন। এর পর বাবা-মা তাদের আত্মীয়স্বজনদের কাছ থেকে ধারদেনা করে এক লাখ টাকা দেবে বলে আশ্বাস দেন। গত দুদিন আগে স্বামীকে নিয়ে তামান্না বাবার বাড়িতে গেলে দুই লাখ টাকার মধ্যে এক লাখ টাকা দেওয়া হয় বাকি টাকা দুই একদিন পরে পাবে বলে আশ্বাস নিয়ে রোববার তারা ফিরে যান।পরে এক লাখ টাকা না আনায় স্বামী, শ্বশুর-শাশুড়ির সঙ্গে গৃহবধূ তামান্নার কথা কাটাকাটি ও নির্মম নির্যাতনের শিকার হন গৃহবধূ। একপর্যায়ে ওই দিন সন্ধ্যায় নিজ ঘরে গৃহবধূ তামান্না বিষপান করেছে বলে আত্মচিৎকার করেন। স্বজনরা আহতাবস্থায় গৃহবধূকে স্থানীয় হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য
লাকসাম, কুমিল্লায় পাঠানোর পরামর্শ দেন। পরে লাকসাম হাসপাতালে নিলে মারা যান গৃহবধূ তামান্না।
মোশাররফ হোসেন মশু বলেন,বিয়ের ছয় মাস পর বিদেশে যাওয়ার দুই লাখ টাকা দিতে না পারায় তার স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্মম নির্যাতন করে তামান্নাকে হত্যা করা হয়েছে।
নিহত গৃহবধূর বড় ভাই সবজি আহমদ বিপ্লব জানান, বিয়ের পর থেকেই তার বোনকে রাসেল অত্যাচার করত। মাঝে মধ্যে মারধরও করত। তামান্নার স্বামী বিদেশে যাবে বলে আমাদের কাছে দুই লাখ টাকা দাবি করে। আমরাও নিরীহ এত টাকা কই পাই? মানুষের কাছ থেকে ধারদেনা করে এক লাখ টাকা দেব বলে আশ্বাস দিই। তিনি আরও বলেন, দুদিন আগে তামান্না ও রাসেল আমাদের বাড়িতে আসেন। এ সময় এক লাখ টাকা দেন আর বাকি টাক একদিন পরে দেব বললে তারা বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে চলে যায়। এর পর রোববার রাতে স্বামী রাশেদ ফোন করে বলে তামান্নার শরীরটা ভালো না; তাড়াতাড়ি বাড়িতে আসেন। বাড়িতে যাওয়া পথে শুনলাম তামান্না মারা গেছে। আমার বোন আত্মহত্যা করেনি তাকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যাকরা হয়েছে। তাই হত্যার ঘটনায় আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি।
এ বিষয় সোমবার বিকালে মনোহরগঞ্জ থানার ওসি মাহাবুল কবির বলেন, নিহত গৃহবধূর বড় ভাই সবজি আহমদ বিপ্লব বাদী হয়ে স্বামী রাশেদ,শাশুড়ী রোকেয়া তার দেবরকে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করেন। রাশেদ ও রাকিবে গ্রেফতার করে কুমিল্লা আদালতে ফেরন করা হয়েছে।