// আফজাল হোসাইন মিয়াজী //
ব্যাংক সব ফাঁকা
নেতার ঘরে টাকা,
ক্যাসিনোতে বসে
মদ টানে কষে।
দুখের সনে যুঝে
গরীব মরে ধুকে,
ধনীরা সুখ খুঁজে
বিলাসিতা বুকে।
কুঁড়ে ঘরে দালান
টাকা করে চালান,
সব নেতার মেলা
চলে টাকার খেলা।
চোর করলে চুরি
নেতার বাড়ে ভুঁড়ি,
ঘুষের টাকার সাজ
সবার মুখে লাজ।
জনতার জেব ফাঁকা
নেতার বস্তাভরা টাকা
ওরা আজব লুটেরা
স্বদেশী ঐ মুটেরা।