আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস ২০২১ উপলক্ষ্যে ঢাকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইউএনভি বাংলাদেশ (ইউনাইটেড ন্যাশন ভলেন্টিয়ারস বাংলাদেশ) আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ ফয়সাল হোসেন বাপ্পির হাতে এওর্য়াড স্মারক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম এমপি।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আক্তার হোসাইন, জাতিসংঘের স্থায়ী মিশনের আবাসিক প্রতিনিধি টিউমো প্রোটিনেন, ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি মিস আইকো নারিতো, ইউএনভি এশিয়া প্যাসিফিক রিজিউনাল ম্যানেজার মিস সেলিনা মিয়া, ইউএনভি বাংলাদেশ কো-অর্ডিনেটর আক্তার উদ্দিন সহ সরকার ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।