1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এই ‘ধইন্যবাদ’ খুবই ভারি লাগে ব্রাদার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

এই ‘ধইন্যবাদ’ খুবই ভারি লাগে ব্রাদার

মিনার রশিদ
  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার

এই ‘ধইন্যবাদ’ খুবই ভারি লাগে ব্রাদার!
দুটি ‘ধইন্যবাদ’ জাতির কান্দে খুব ভারি লাগে। এক, শেখ হাসিনা যখন তার দলকে নির্বাচনে বিজয়ী করার জন্যে দেশের জনগণকে ধন্যবাদ জানায়। দুই, মুরাদকে পদত্যাগ করানোর জন্যে জাতির বিবেক বলে পরিচিতরা যখন ” মাননীয় প্রধানমন্ত্রী” কে ধন্যবাদ জানান। এই ধন্যবাদ জাতির কোন্ জায়গায় লাগে তা এই ধন্যবাদ দাতারা মালুম করতে পারেন না।
মুরাদ যখন রাষ্ট্র ধর্ম ইসলামের বিরুদ্ধে বলেছে তখন মাননীয় তাকে সতর্ক করেন নাই। যখন বেগম জিয়া এবং তাঁর পুত্র ও নাত্নীকে নিয়ে নোংরা – বর্বরতম কথা উচ্চারণ করেছে তখনও কিছু বলেন নাই। কারণ এতদিন তার নিজের কথাগুলোই মুরাদ তার নিজের ভাষায় এবং বডি ল্যাঙ্গুয়েজে অনুবাদ করেছে মাত্র। মুরাদের গলদ/বোকামি হয়েছে- এগুলো যে তার নেত্রীরই কথা, অতি কনফিডেন্স থেকে সেই কথাটি মিডিয়ায় প্রকাশ করে দেওয়া। মুরাদের শাস্তি মূলতঃ এ কারণেই।
তাছাড়া মাহিয়া মাহির সাথে দুবছর আগের একটি অডিও সংলাপ এবং সাম্প্রতিক সময়ে একটি বিয়ের অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে মুরাদের ভাষণ – ‘ আমি তোদের মাকে …….’ দেখে সারা জাতি স্তম্ভিত হয়ে পড়েছে। এর পরেও এই মুরাদকে পদত্যাগ না করিয়ে এই মহামান্যের সামনে বিকল্পটি কী ছিল – ধন্যবাদ দাতা জাতির বিবেকগণ একটু বলবেন কি? অর্থাৎ মোড়ল সাব ঘোড়া থেকে পড়ে গেছেন। নিজের শরম ঢাকতে বলছেন , উনি নেমে পড়েছেন, পাশেই কুটুমের বাড়ি। আর জাতির বিবেক ভ্রাদারগণ ফুলের মালা এবং ধন্যবাদের ডালা নিয়ে হাজির হয়েছেন মোড়ল সাবকে অভিনন্দন জানানোর জন্যে । ঘোড়া থেকে পড়ে গিয়ে শরীরে যে ধূলা ময়লা লেগেছে সেটি পরিস্কারেরও সুযোগ দিচ্ছেন না !
আসলে আমাদের নৈতিকতার মানদন্ডটিকে এই ভ্রাদারগণ অনেক আগেই উলট পালট করে ফেলেছেন । উলট পালট করে ফেলা হয়েছে বোধ ও ভাবনার দরজা জানালাগুলোও । সততা, দেশপ্রেমের চেয়ে সর্বনাশা চেতনাকে নৈতিকতার সকল মানদন্ড বানানো হয়েছে । কেন যেন মনে হচ্ছে, আমাদের চেতনার জন্যে মুরাদরাই যথোপযুক্ত। যারা সামনে এবং পেছন – দুই দিক থেকেই জাতিকে রেইপ করতে সক্ষম!
অনেকের ধারণা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার জন্যে যে আন্দোলন দানা বাঁধছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতেই মুরাদ উপাখ্যান সামনে আনা হয়েছে। আমি এব্যাপারে একটি ভিন্নমত পোষণ করি। বর্তমান শাসকগোষ্ঠির বড় বড় পাপগুলি একের পর এক সামনে আসছে । পরিস্থিতির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই । বরং ঘটনা ঘটে যাওয়ার পর তাকে নিজেদের ফেভারে নেয়ার চেষ্টা করছে । যেমন ঘোড়া থেকে পড়ে গেলে সেটাকে দেখাতে চেষ্টা করছে যে ইচ্ছে করেই নেমে পড়েছে !
এগুলো দেখে এবং শুনে জনগণ ফুঁসছে। মুরাদরা সকল মজা লুটত আর যারা ছাগলের তিন নম্বর বাচ্চার মত লাফালাফি করত , তারাও নিজেদের গুটিয়ে নিচ্ছে। ৫০ টাকার ডিজিটাল কামলারাও ধীরে ধীরে নীরব হয়ে পড়ছে ! এগুলি তাদের পতনের ঈঙ্গিত বহন করছে।
কাজেই নীরব না হয়ে এগুলি নিয়ে সোচ্চার হতে হবে , ফ্যাসিবাদের বিরুদ্ধে এগুলিকে কাজে লাগাতে হবে । তবে মূল ফোকাস থেকে সরা যাবে না। সেই ফোকাসটি হলো বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসা।
এদেশের জনগণের মুক্তি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন সেই নেত্রীর জন্যে আমাদের সকলের এগিয়ে আসতে হবে । We can’t afford to lose her at this stage.
সংযুক্ত ছবিটি ১৯৮৩ সালের, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়ে কাঁদানে গ্যাসের মুখে বেগম জিয়া এবং তাঁর রাজপথের সহযোদ্ধারা। নতুন প্রজন্মকে এই সব ছবি দেখাতে হবে , ছবির পেছনের গল্পগুলো বলতে হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম