মাগুরা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ০৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান, ডা. অন্তরা বিশ্বাস, ডা. আমিনুল ইসলাম শাওন, ডা. নাহিদা ইসলামসহ আরো অনেকে। সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।
আগামী ১১-১৪ ডিসেম্বর জেলার ৪ উপজেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২১ হাজার ২৯৩ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয় ।