মুন্সীগঞ্জের শ্রীনগরে সদাই ঘর বেকারীর দ্বিতীয় শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলার শ্রীনগর থানা সংলগ্ন দেউলভোগ মোড়ে এ সদাই ঘরের দ্বিতীয় শোরুমের উদ্বোধন করা হয়। এসময় সদাই ঘর লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জসিম উদ্দীন মুকুল বলেন, শ্রীনগর উপজেলায় এই প্রথম আমরা www. SodaighorSuperShop.com .পড়স এর ওয়েফ সাইটের মাধ্যমে ঘরে বসেই ওয়ার্ডার মাধ্যমে পণ্য পৌছানোর ব্যাবস্থা করেছি।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের স্বাধারণ সম্পাদক মো:তোফাজ্জল হোসেন। এছারা অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম, ষোলঘর ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম ডালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিশাদ শিকদার প্রমুখ।