মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সভাকক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভায় অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমীনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার,
অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম পরিবার পরিকল্পনা সংক্রান্ত আইন বাস্তবায়ন তথা বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে তার সরকারি নাম্বারে ক্ষুদে বার্তা পাঠানোর অনুরোধ করেন। বিশেষ করে বাল্য বিয়ে আয়োজনের শুরুর দিকেই এ তথ্যটি দেওয়ার অনুরোধ জানানো হয়। এতে বাল্য বিয়ের প্রস্তুততি থেকেই তা বন্ধ করা সম্ভব।
বক্তব্যে কাওরাইদ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফুল ইসলাম মামুন বলেন,বাল্য বিয়ে প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তা না পাওয়ার কথা। জনপ্রতিনিধিরা বাধাদানের সক্ষমতা না থাকায় কারনে অনেক সময় বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়ে উঠে না। তিনি এজন্য সংশ্লিষ্ট প্রশাসনসহ সকলের আন্তরিক সহায়তা প্রত্যাশা করেন।
এতে উপস্থিত অন্যান্যে মধ্যে ছিলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল কুমার হালদার, সহকারী প্রোগ্রামার নীলুফার ইয়াসমিন, উপজেলা প্রোগ্রাম অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মার্জিয়া শেখ প্রমূখ।