মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাত ১১টায় মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।
উপজেলা কমিটিতে আরিয়ান আব্দুল্লাহ অনেককে সভাপতি, কাওছার খানকে সাধারণ সম্পাদক, সাব্বির মোড়ল ও যায়েদ বিন জামান হাদিকে সহসভাপতি, সফিক সাদ ও সাকিল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক করে সিরাজদিখান উপজেলা কমিটির ছয়টি পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ ছয় বছর পর সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা হওয়ায় নবগঠিত কমিটির নেতাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের নেতারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।