“আমরা মানুষের জন্য” এই স্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অঙ্গীকার সামাজিক সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় উপজেলার রাজানগর ইউনিয়নের সৈয়দপুর বাজারে সংগঠনের স্থায়ী কার্যালয়ে কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অঙ্গীকার সংগঠনের সভাপতি হেদায়েতুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মামুন হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মজিবর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. আসলাম খান, বিশিষ্ট সংগঠক আশরাফুল আলম জনি, শামসুল হক, কামরুল হাসান, অঙ্গীকার সংগঠনের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সহ-সভাপতি মো. আবু বক্কর, সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন বুলেট, ঢাকা সংস্কৃতিক শিল্পগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের, অঙ্গীকারের সহ-সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, সমাজকল্যাণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।