লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারি গ্রামে ৬০ বছর থেকে চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে রোকেয়া বেগম গং।
গত ৬০ বছর থেকে রোকেয়া বেগমের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করে আসছেন, একই এলাকার ৩শত পরিবার। রোকেয়া বেগম হঠাৎ সেই রাস্তাটিতে একটি আদাপাকা দোকান ঘর নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় এবং ১২ জনের নামে কোর্টে একটি মামলা দায়ের করে।
জানা গেছে,উল্লেখিত রাস্তা দিয়ে ৬০ বছর থেকে চলাচল করে আসছেন একই এলাকার ৩শত পরিবার। যাদের জমির উপর দিয়ে রাস্তাটি রয়েছে তাদের সবার জমির নাদাবী থাকলেও রোকেয়া বেগম তা না মেনে রাস্তাটি বন্ধ করে দেয় এর আগে একাধিকবার থানায় মিমাংসা হলেও রোকেয়া বেগম সে’সময় মানলেও পরবর্তীতে আবারও রাস্তা বন্ধ করে দেয়।
ওই এলাকার বাসিন্দা আব্দুল গফুর (৬০) সাংবাদিকদের বলেন, বাবা দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে আসছি কিন্তু রোকেয়া বেগম হঠাৎ রাস্তাটি বন্ধ করে দিয়ে ১২ জনের নামে একটি মামলা দায়ের করে।
তিনি আরো বলেন, বাবা বর্তমানে আমরা খুব কষ্টে যাতায়াত করছি। সরকারের কাছে আবেদন আমাদের রাস্তাটি যেন আমাদেরকে পুনরায় হাটাচলার জন্য ব্যবস্থা করে দেয়া হয়।
এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, এমন একটি ঘটনা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।