ঢাকা জেলা সাভারের আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৬ নেতাকে পদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগ।
সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকায় অনুস্ঠিত এক বৈঠকে বহিস্কারের সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন।
বহিষ্কারের সুপারিশকৃতদের মর্ধ্যে যারা রয়েছে তারা হলেন,শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন,পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন, আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য হেলাল উদ্দিন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাইদুর মাস্টার,আশুলিয়া থানা যুবলীগের সদস্য সজীব, আশুলিয়া থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
আওয়ামী লীগ নেতা ফারুক হাসান তুহিন বলেন, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী থাকা সত্বেও আওয়ামী লীগ প্রার্থীর বিদ্রোহী হওয়ায় আশুলিয়া আওয়ামী লীগের ৩ জন ও সহযোগী অঙ্গসংগঠনের ৩ জনকে তাদের পদ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। আমরা জেলা কমিটির মাধ্যমে সুপারিশ কেন্দ্রে পাঠিয়েছি।নিয়মতান্ত্রিক ভাবেই সব কিছু সম্পন্ন করা হবে।
প্রসঙ্গত, বহিস্কারের সুপারিশ কৃতরা সবাই আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচন করার কারনেই এ সিদ্ধান্ত।