মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানে পদে নির্বাচিত ৮ জন হলেন- ১নং গয়েশপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগের আব্দুল হালিম ৬৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ ইউসুফ আলী আনারস প্রতীক নিয়ে ৫৩৫৮ ভোট পান, ২নং আমলসার ইউনিয়নে আওয়ামীলীগের সেবানন্দ বিশ্বাস ৮৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া হোসেন ৩৬৬১ ভোট পান, ৩ নং শ্রীকোল ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ১০৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের কাজী তারিকুল ইসলাম পান ৫১৭৮ ভোট, ৪ নং শ্রীপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগের মশিয়ার রহমান ৮৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈয়বুর রহমান খান পেয়েছেন ৬২৬৬ ভোট। ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়নে আওয়ামীলীগের আব্দুস সবুর ৫৭২৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাজী মহিদুল আলম পান ৩৭৮৯ ভোট, ৬ নং কাদিরপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আইয়ুব হোসেন খান আনারস প্রতীক নিয়ে ৫৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের প্রার্থী লিয়াকত আলী বিশ্বাস পেয়েছেন ৩৭২০ ভোট, ৭ নং সব্দালপুর ইউনিয়নে আওয়ামীলীগের মোছাঃ পান্না খাতুন ৮৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম ৪১৫৩ ভোট পান, ৮ নং নাকোল ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী হুমাউনুর রশিদ মুহিত ৮০৪২ ভাট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান মিয়া পেয়েছেন ৪০১৭ ভোট। সংরক্ষিত মহিলা আসনে ২৪ জন ও সাধারণ সদস্য পদে ৭২ জন সদস্য নির্বাচিত হন।
এই নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ১,৩৮,৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।