মাগুরায় টেকসই তুলা উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাইমার্ক ও কটন কানেক্ট প্রকল্পের অর্থায়নে এবং তুলা উন্নয়ন বোর্ড ঝিনাইদহ জোনের আয়োজনে তুলা চাষীদের নিট কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকালে মাগুরার শ্রীপুর ইউনিটের উদ্যোগে উপজেলার খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে শ্রীপুর ইউনিট কর্মকর্তা মহানন্দ সমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা সালমা জাহান নীপা।
তুলা উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রধান কর্মকর্তা ড.মো আব্দুস সামাদের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালি খাতুন,যশোর জোনের প্রজেক্ট কো-অডিনেটর মোঃ দেলোয়ার হোসেন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শিকদার মন্জুরুল আলম, মাগুরা জেলা জীব বৈচিত্র্য ও বন্য প্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ।
এ সময় তুলা চাষিদের পক্ষে বক্তব্য রাখেন সাহা শৈলেন্দ্র নাথ,মোঃ রিয়াজউদ্দিনসহ অন্যরা।
মাট দিবসে শ্রীপুর কটন ইউনিটের অধিন বিভিন্ন গ্রামের ৮০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।