আগামী এক বছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৬৬ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত বামৈল বাজার ইউনিটের কমিটি ঘোষণা। সভাপতি হয়েছেন মোঃআলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃশাকিল নাজিম নির্বাচিত হয়েছেন।
গত বৃহ্স্পতিবার ৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন,গাজী শফিউল্লাহ, আমজাদ হোসেন, সোহাগ মিয়া ও জসিম মিয়া প্রমুখ।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেআছেন,এস.ডি.রাজন,মোঃতুষার,ইয়াছিন আরাফাত ও মোঃ মাসুদ।এছাড়া ও কোষ্যধাক্ষ পদে মোঃ অলি উল ইসলাম, দপ্তর সম্পাদক সৈয়দ মোঃ শহিদুল ইসলাম ও সদস্য পদে মোঃ আলমগীর মিয়া।
প্রসঙ্গত, ঘোষিত কমিটির মেয়াদ এক বছর।সিটির সঙ্গে সমন্বয় করে বাজারের উন্নয়ন, যানজট নিরসন, শান্তি–শৃঙ্খলা রক্ষা, ব্যবসায়ীদের স্বার্থরক্ষাসহ যাবতীয় কাজ করবে কমিটি।