গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্রে করে আজ বুধবার দুপুরে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় দুই সদস্য প্রার্থীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। এ ঘটনার পর থেকে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
দুপুর ২টার দিকে ভোটগ্রহণ চলাকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান জানান, দুপুরে ভোটগ্রহণ চলাকালে জুম্মাবাড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল গণিসহ (টিউবওয়েল) তার কর্মী-সমর্থকরা কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এনিয়ে প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী জাহাঙ্গীর কবীরের (ফুটবল) সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন আহত হন। তারা হলেন, সদস্য প্রার্থী আবদুল গণি ও তার ভাই আবদুল রশিদ ও অপর প্রার্থী জাহাঙ্গীর কবীর। জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল মোত্তালিব জানান, সহিংসতা এড়াতে দুপুর ২টার পর থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।
গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৫৭টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এরমধ্যে ফুলছড়ির ৬ ইউপির মধ্যে কঞ্চিপাড়া ও সাঘাটার ৯ ইউপির মধ্যে পদুমশহর ও বোনারপাড়া ইউনিয়নে ইভিএমে এবং বাকি ১৩ ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেয়া হয় ।
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে বুধবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটে ১৬টি ইউপির ৩ লাখ ২৬ হাজার ৬৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৯৩, সাধারণ সদস্য পদে ৬২৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ২৫৫ জন প্রার্থী।