মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার |
করোনাভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যে ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে ১৫ লাখ ডলার দেবে বাংলাদেশ। আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
গত দুই দিনে আফগানিস্তান ও নেপাল ১০ লাখ ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এ ছাড়াও মালদ্বীপ ২ লাখ ডলার ও ভুটান ১ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাকিস্তান ও শ্রীলঙ্কা এখনো কোনো প্রতিশ্রুতির কথা ঘোষণা দেয়নি।
করোনাভাইরাস মোকাবিলায় করণীয় নির্ধারণে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা ভিডিও কনফারেন্সে যোগ দেন। সেখানে একটি ফান্ড গঠনের প্রস্তাব দেন মোদি।