নরসিংদীর কৃতি সন্তান প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী বাবু জগদীশ চন্দ্র দত্ত আর নেই। গত ৪ জানুয়ারী মঙ্গলবার বেলা ২.৫৮ মিনিটে বার্ধক্যজনিত কারনে ৮৫ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একজন সৎ,নীতিবান, নির্লোভ, নিরহংকারী ও আদর্শ শিক্ষক হিসাবে সুপরিচিত ছিলেন। নরসিংদী মহাশ্মশান ঘাটে অসংখ্য আত্মীয় স্বজন ও হিতাকাংখীর উপস্থিতিতে শেষ কৃত্য অনুষ্ঠান সু-সম্পন্ন হয়। শাস্ত্রীয় বিধানমতে আগামী ১৯ জানুয়ায়ী ২০২২খ্রি: রোজ বুধবার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাঁর আত্মার শান্তি ও সংগতিতে সকলের দোয়া, আর্শীবাদ কামনা করছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুনগ্রাহী রেখে গেছেন। জ্যেষ্ঠ্য পুত্র ডা: তাপস কান্তি দত্ত বাংলাদেশ সিভিল সার্ভিস এর প্রাণিসম্পদ ক্যাডারের উপ-পরিচালক এবং কনিষ্ঠ পুত্র সুব্রত কান্ত দত্ত কৃষি ক্যাডারের উপজেলা কৃষি অফিসার হিসাবে কর্মরত আছেন।