আনোয়ারায় ভূমি বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। তৎমধ্যে অাহত নুরুন্নবী (৬০), সারোয়ার(৪০)কে চমক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার উপজেলার গুন্দ্বীপ গ্রামে এ ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে। যেকোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। জানা যায়, আনোয়ারা উপজেলার গুন্দ্বীপ গ্রামের বিলের জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
পৈত্রিক সম্পত্তি দাবি করে নুরুন্নবী গত চারদিন আগে বিরোধপূর্ণ ভূমিতে ইরি ধানের চারা রোপন করে। প্রতিপক্ষরা মঙ্গলবার সকালে রোপণকৃত চারা গুলো নষ্ট করে ফেলে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বসতভিটা আঙ্গিনায় কথা কাটাকাটি ও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় মৃত হাজী সুলতান আহমেদের পুত্র মাওলানা নুরুন্নবী, নুরুন্নবী ছেলে সারোয়ার গুরুতর আহত হয়। তাদেরকে প্রথমে আনোয়ারা হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত নুরুন্নবী বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আহত নুরুন্নবী জানায় অতর্কিতভাবে প্রতিপক্ষরা আমাদের উপর হামলা চালিয়েছে। আনোয়ারা থানার ওসি( তদন্ত) সৈয়দ ওমর জানায় গুন দ্বীপের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।