নরসিংদী সদর উপজেলার হাজীপুরে ধারালো অস্ত্রের আঘাতে ও পেট কেটে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী।
শুক্রবার রাত আনুমানিক ২ টায় দিকে সাংসারিক অভাব-অনটন নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সোহেল ও সুবর্ণা দুজনেই উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজিত সোহেল ঘরে থাকা একটি ভালো অস্ত্র নিয়ে সুবর্ণার ওপর চড়াও হন। এসময় সুবর্ণার নাক-মুখ-মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকেন সোহেল। এতে তার মুখমন্ডল থেঁতলে যায়। ওই সময় সুবর্ণা বাধা দিলে ওই ধারালো অস্ত্র তার পেটে ঢুকিয়ে দেন সোহেল।
ওই সময় সুবর্ণার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নরসিংদী মডেল থানায় খবর দেন। পরে রাত ৩টার দিকে ওই থানার উপপরিদর্শক অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে যান। গুরুতর আহত অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ আরও জানায়, আজ শনিবার সকালে তার মৃতদেহ ওই হাসপাতালেরই মর্গে পাঠানো হয়। সুবর্ণা-সোহেল দম্পতির ৬ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।