গাজীপুরের শ্রীপুরে পুলিশ একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২০৭রানের টার্গেট নিয়ে পুলিশ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিক একাদশ।
বুধবার (২জানুয়ারি) শ্রীপুর পৌর এলাকার গ্রীণ ভিউ রিসোর্ট এন্ড গলফ ক্লাবে এ খেলা অনুষ্ঠিত হয়। শ্রীপুর থানায় কর্মরত পুলিশ ও শ্রীপুর উপজেলার সাংবাদিকরা খেলায় অংশগ্রহণ করেন। দু’দলই তাদের নৈপুন্য প্রদর্শন করে একটি সুন্দর খেলা উপহার দেন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন।
সাংবাদিক একাদশের অধিনায়ক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান বলেন, টসে্ জিতে সাংবাদিক একাদশ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সাংবাদিক একাদশের খেলোয়াড়বৃন্দের নৈপুন্যতায় ২০ওভারে ৯ উইকেট হারিয়ে পুলিশ একাদশ ২০৭রান সংগ্রহ করেন। ২০৮রানের টার্গেটে খেলতে নেমে সাংবাদিক একাদশ ১ উইকেট হারিয়ে ১৮ওভারে তাদের লক্ষ্যে পেঁৗছাতে সক্ষম হয়।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন।
খেলায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন, শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত ইমতিয়াজ মাহফুজ ভুইয়া, পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার হোসেন, দৈনিক বণিক বার্তার গাজীপুর প্রতিনিধি এসএম মাহফুল হাসান হান্নান, দৈনিক ইনকিলাবের শ্রীপুর সংবাদদাতা মাওলানা আব্দুল মতিন, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক দিনকালের শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আব্দুস ছালাম রানা, সাংবাদিক আলমগীর হোসেন, দৈনিক কালের কাণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি শাহিন আকন্দ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, দৈনিক আমাদের সময় পত্রিকার সদর প্রতিনিধি ফয়সাল আহমেদ, দৈনিক প্রথম আলো’র সাদিক মৃধা, শ্রীপুর থানার উপ—পরিদর্শক এসআই সালাহ্ উদ্দিন রাসেল, নাইমুল হক, অংকুর কুমার ভট্টাচার্য, আমজাদ শেখ, নয়ন ভুইয়া, কামরুল হাসান, অহিদুজ্জামান, ইমরান শেখ, হামিম মোঃ তারেক, দৈনিক ভোরের পাতার সাংবাদিক বায়েজীদ আকন্দ, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মোশারফ হোসেন তজু, আনন্দ টেলিভিশনের আদনান মামুন, নিউজ বাংলা’র গাজীপুর প্রতিনিধি ইফতেখার রায়হান, দৈনিক সময়ের আলোর শ্রীপুর প্রতিনিধি মেহেদী হাসান লিটন প্রমুখ।