হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৩তম প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। দৈনিক যুগান্তর প্রতিনিধি ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সবেক সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সহ- সভাপতি শাহ সুলতান আহমদ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামিম, এম মুজিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, বর্তমান যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদ চৌধুরী, সদস্য জাকির চৌধুরী, সাংবাদিক অঞ্জন রায়, লন্ডন প্রবাসী সাবেক কৃতি ফুটবলার জালাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট ব্যক্তি জসিম উদ্দিন প্রমুখ।