খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩টি ইটভাটাত একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে মোবাইল কোর্টের মাধ্যমে গুইমারা উপজেলার ফোরষ্টার, মদিনা ও তারা ব্রীকফিল্ডকে ৫০ হাজার টাকা করে দেড় লক্ষ টাকা করে জরিমানা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।
এছাড়া গত ৩ নভেম্বরেই ৩১ ডিসেম্বর ও ১৩ জানুয়ারী এসবিএম ব্রীকফিল্ডকে ৫০ হাজার টাকা করে আরও দেড়লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন ইট প্রস্তুত ও ভাটা স্হাপন( নিয়ন্ত্রন) আইন ২০১৩ সালের ৫(১) ও ৬ ধারায় দুই ধাপে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যা চলমান থাকবে।