1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতিবন্ধীর জমির ফসল বিনষ্ট করে গায়েবি কায়দায় রাস্তা! থানায় অভিযোগ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে ঘুষ নেওয়ার অভিযোগে ২ কারারক্ষী সাময়িক বরখাস্ত ! পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন বালিয়াডাঙ্গীতে চাড়োল ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি বাবু, সম্পাদক সবুর ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী নির্বাচিত ঠাকুরগাঁওয়ে দুস্থদের মাঝে গরু-ছাগল-টিউবওয়েল ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন দেলাওয়ার নকলা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি অনুদানের টাকা আত্মসাৎ ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী হামলা, হত্যার চেষ্টা এক শ্রেনীর লোক আছে তাদের দেখতে বাংলাদেশী মনে হলেও তার মূলত ভিন্ন দেশী, ষড়যন্ত্রকারী — আমিনুল হক থানচিতে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত চহ্লামং মারমা নবীগঞ্জে নারীকে হত্যা করে অন্যকে ফাঁসানোর চেস্টা ॥ ৪ জনের মৃত্যুদণ্ড

প্রতিবন্ধীর জমির ফসল বিনষ্ট করে গায়েবি কায়দায় রাস্তা! থানায় অভিযোগ!

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৭৯ বার

গাজীপুরের শ্রীপুরে এক প্রতিবন্ধী কৃষকের ফসলি জমিতে এক রাতেই গায়েবি কায়দায় রাস্তা বানিয়ে ফেলার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মাঝে এ খবর ছড়িয়ে পড়লে মানুষজন ওই রাস্তাটি দেখতে আসছেন।

বুধবার (১৬ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে।

সরেজমিনে জানা যায়, ওই গ্রামের ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার উত্তর-পূর্ব পাশে ওই এলাকার মৃত আতর আলী শেখের ছেলে করিমের বোরো ধান ক্ষেতের পূর্ব পাশ দিয়ে ইটের সড়ক পর্যন্ত একটি মাটির রাস্তা এক রাতেই তৈরি করা হয়। এসএ ১৫২৪ ও আর এস ১৯৭ দাগে পৈতৃক সূত্রে ৫২ শতাংশ জমির মালিক করিম। গায়েবি কায়দায় রাস্তা তৈরির ফলে স্থানীয়দের মধ্যে কৌতুহলের পাশাপাশি ক্ষোভও সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকালে পথচারীরা রাস্তাটি দেখে হতবাক হয়ে যান। কারণ রাত ১১টা নাগাদ তারা দেখেছেন কৃষকের ফসলি জমি, আর সকালে দেখা যায় সেই স্থানে একটি মাটির তৈরি নতুন রাস্তা। রাস্তাটি কেউ বানাতে দেখেননি। এজন্য তাদের ধারণা, গায়েবি ভাবেই রাস্তাটি রাতারাতি হয়ে গেছে।

এ ব্যাপারে জমির মালিক শারীরিক প্রতিবন্ধী করিম বলেন, আমার জমির ফসল বিনষ্ট করে স্থানীয় লিয়াকত ও ফারুক মোমতাজি ওই রাস্তা বানিয়েছেন। সন্ধ্যার সময়ও দেখেছি ওই জমিতে ধানের চারা আছে। সকালে এসে দেখি মাটির তৈরি রাস্তা। আমি লেংড়া মানুষ এ জমির ফসলেই চলে আমার সংসারের খোরাক। তাই আমি সকলের কাছে ন্যায় বিচার চাই।

স্থানীয় তোফাজ্জল নামের একজন শিক্ষক বলেন, এখান দিয়ে কোনো রাস্তাই আগে ছিল না। এটা রেকর্ডেও নেই। এক রাতেই প্রতিবন্ধী এ ছেলেটির ফসল ধ্বংস করে একটি মাটির রাস্তা নির্মাণ হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার দাবী করছি।

রাস্তা বানানোর বিষয় অস্বীকার করে অভিযুক্তদের বড় ভাই ও ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাব্বির আহমেদ মমতাজী বলেন, ভুলবশত সেখানে মাটি ফেলা হয়েছে। আমি ঢাকায় রয়েছি। আগামী শনিবার মাদ্রাসায় এসে করিমের বিষয়টি সমাধান করা হবে।

পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল ইসলাম মন্ডল জানান, পৌরসভার পক্ষ থেকে আমি কোনো রাস্তা বানাইনি। খবর পেয়ে রাস্তাটি দেখে তো হতবাক। আমি করিমের বাড়িতে গিয়ে বিষয়টি খোঁজ নিয়ে সমাধানের চেষ্টা করছি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন যায়যায়দিনকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম