মাগুরার শ্রীপুরের আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজ অডিটোরিয়ামে ১৮ফেব্রুয়ারী শুক্রবার বিশিষ্ট সমাজসেবক প্রয়াত রবীন্দ্রনাথ রায় চৌধুরী বিদেহী আত্মার শান্তি কামনায় স্মরণ সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শ্রীপুর সদরের অধিবাসী প্রয়াত রবীন্দ্রনাথ রায় চৌধুরীর ছেলে বর্তমানে ভারতের টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান গৌতম রায় চৌধুরী ও কলকাতা চেম্বার অফ কমার্সের সভাপতি সত্যম রায় চৌধুরী। এছাড়া তার অপর ছেলে উত্তম রায় চৌধুরী, মেয়ে গীতা রায় চৌধুরী ও গায়ত্রী রায় চৌধুরীও সমাজের বিশিষ্ট ব্যক্তি বলে জানা গেছে ।
স্মরণ সভায় সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মঈদুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারী, অনীল রায় দুলুসহ অন্যরা।
উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় এ সম্মরণ সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার। প্রার্থনা পরিচালনা করেন পুরোহিত কিশোর কুমার রায় মধু।
বক্তারা রবীন্দ্রনাথ রায় চৌধুরীর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন।