1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় ভূয়া সোলার কোম্পানিতে চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মীরসরাইয়ে ফকির আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল চৌদ্দগ্রামে ৭ শতাধিক রোগীর বিনামুল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ চৌদ্দগ্রামে কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত নেতা ডা. তাহেরের মতবিনিময় তিতাসে ফিল্ম স্টাইলে লুটে নিচ্ছে ব্রিকফিল্ডের ইট হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম বিভাগীয় তিন ট্রাস্টির পদ বাতিল এর দাবিতে স্মারকলিপি প্রদান জাতীয় প্রেস ক্লাবে অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরায় উপজেলা বিএনপি’র আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত প্রতারক চক্রের খপ্পরে পরে ৭৬ জন সাধারণ মানুষ ভিকটিম থেকে মূল আসামি গণ-অভ্যুত্থান ও ভাষা-আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়ক মন্ত্রণালয়ের নাম সংশোধনের জন্য অধ্যাপক বার্ণিকের  আহ্বান নেত্রকোনা জেলা সাইবারের ইউজার দলের সিনিয়র যুগ্ন-আহবায়কের মায়ের মৃত্যুতে সাইবার ইউজার দল কেন্দ্রীয় কমিটির শোক প্রকাশ

গাইবান্ধায় ভূয়া সোলার কোম্পানিতে চাকরি দেওয়ার নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯৮ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভূয়া সোলার কোম্পানিতে চাকরি দেওয়ার কথা বলে হতদরিদ্র ২৫০ থেকে ৩শ জনের কাছ থেকে তিন থেকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই সোলার কোম্পানির নাম এটিএক্স সোলার এনার্জি লিমিটেড। এনিয়ে গত ২৬ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের আখতারুল ইসলাম নামের এক ভুক্তভোগী। চাকরির আশায় সুদের উপর ও ধার-দেনা করে নেওয়া টাকার জন্য এখন চাপ দিচ্ছেন পাওনাদাররা।এনিয়ে চরম বিপাকে পড়েছেন চাকুরি প্রত্যাশি হতদরিদ্র গ্রামের যুবকেরা। প্রতারনার অভিযোগ দায়েরের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কোন কূলকিনারা করতে পারেনি।

লিখিত অভিযোগে আখতারুল ইসলাম উল্লেখ করেন, ঢাকার কাকরাইল এলাকার ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্সের নবম তলায় এটিএক্স সোলার এনার্জি লিমিটেডের কার্যালয় রয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসের দিকে এই সোলার কোম্পানির নামে গোবিন্দগঞ্জের হরিরামপুর ইউনিয়নের বার্নিতলা এলাকায় শাখা কার্যালয় স্থাপন করা হয়। এই শাখা কার্যালয়ের মাধ্যমে একটি সোলার প্লান্ট চালু করা হবে ও এর জন্য জনবল প্রয়োজনের বিষয়টি স্থানীয়দের মৌখিকভাবে জানানো হয়।

গোবিন্দগঞ্জের রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ খামারপাড়া গ্রামের আবদুল বাকী সরকারের ছেলে আজাহার আলী সরকার (৬১) জমিদাতা, আজাহার আলী সরকারের ছেলে মো. খালেকুজ্জামান মাসুদ (৩৮) এটিএক্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), মো. জাহিদ হাসান ওরফে সোহেল (৩৩) সদস্য, মো. রিয়াদ হাসান (৩০) সদস্য, জাহাঙ্গীর আলম ওরফে বাদশা (৪২) জিএম, একই ইউনিয়নের সরকারপাড়া গ্রামের ওছমান সরকারের ছেলে শামীম সরকার (৪৫) এজিএম, আমিরুল ইসলামের ছেলে শিহাব সরকার (৩৩) অফিস সহায়ক এবং মিয়াপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে সাদা মিয়া (৪৭) অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন এই কোম্পানির। এরা প্রত্যেকে প্রত্যেকের নিকটাত্মীয় (আপন ভাই, চাচা ও মামা হন)।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনেক বেকার যুবকদের মোটা অংকের বেতনভাতা দেওয়ার প্রলোভন দেখিয়ে চাকরি দেওয়ার নামে বিভিন্ন সময়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। জুনিয়র অ্যাক্সিকিউটিভ অ্যাডমিন পদে আমাকে নিয়োগ দিয়ে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন তারা। ২০২০ সালের ৬ ডিসেম্বর আমি যোগদানের পর তাদের বিভিন্ন কর্মকাণ্ড দেখে সন্দেহ হলে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে বুঝতে পারি যে, এটি একটি ভূয়া কার্যালয়। এসময় তাদের কাছে টাকা চাইলে তারা ফেরত দেওয়ার কথা বলে কালক্ষেপন করে। ততক্ষণে তাদের প্রতারনার কথা এলাকায় ছড়িয়ে পড়লে ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে কার্যালয় গুটিয়ে নিয়ে এক রাতে তারা পালিয়ে যায়। পরে তাদেরকে মোবাইল ফোনে কল করলে মোবাইল বন্ধ পাওয়া যায়। চলতি বছরের ৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকায় আজাহার আলী সরকারের বাড়ীতে গেলে তিনি টাকা না দিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

পরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের শরনাপন্ন হলে এমডির বাবা আজাহার আলী সরকার কয়েকবার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দেননি। উপরন্তু তিনি আমার দুলাভাই মো. এনামুল হকের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে গত ১১ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। উল্লেখিত ঘটনা সরেজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয় ওই অভিযোগে।

ভূয়া এই কোম্পানির প্রতারনার বিষয়েটি ছড়িয়ে পড়লে ২০২০ সালের ডিসেম্বরে বিষয়টি নিয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, স্থানীয় সাংসদের একটি ডিও লেটার ছাড়া আর কিছুই দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। সেসময় তৎকালীন জেলা প্রশাসকও জানিয়েছিলেন প্রতিষ্ঠানটি অবৈধ। তবে, সেই ডিও লেটারে প্রাথমিক কাজ শুরু করার জন্য লেখা আছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।
কয়েকজন ভুক্তভোগী বলেন, একেকজনের কাছ থেকে দেড় লাখ টাকা থেকে শুরু করে ও শেয়ার দেওয়ার কথা বলে কোচাশহর ইউনিয়নের এক কলেজের কর্মচারীর কাছে ১৪ লাখ, রাখালবুরুজের একটি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষকের কাছে ১৮ লাখ, হরিরামপুরের একটি উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষকের কাছে সর্বোচ্চ ২৮ লাখ টাকা পর্যন্ত নিয়েছে তারা। তাদের কেউ সুদের উপর টাকা নিয়েছে, ধার-দেনা করেছে, গরু-ছাগল বিক্রি করেছে, জমি বিক্রি করেছে, বন্ধক নেওয়া জমি ছাড়িয়েছে ও সঞ্চয় করা টাকা দিয়েছে চাকরির জন্য। অনেকে এই চাকরির আশায় চাকরি ছেড়ে দিয়ে এসে এখন বিপাকে পড়েছেন। গাইবান্ধা, রংপুর, বগুড়া ও সিরাজগঞ্জসহ আরো বেশ কয়েকটি জেলার চাকরিপ্রত্যাশী সবাই এখন পথে বসেছেন।
আখতারুল ইসলাম বলেন, ১৮০ জনের মতো একসাথেই চাকরি করেছি। এছাড়া যোগদানের অপেক্ষায় ছিল আরও অনেকে। সে হিসেবে প্রায় ২৫০ থেকে ৩০০ জনের কাছ থেকে তিন থেকে চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এমডি মোঃ খালেকুজ্জামান মাসুদ ঢাকায় পলাতক রয়েছেন।

এছাড়া সবাই নিজ গ্রামে ও গোবিন্দগঞ্জ শহরে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের ধরছে না। টাকা উদ্ধার করে দিতে পারছে না। আখতারুল ইসলাম আরও বলেন, আমরা তাদেরকে ধরলে এমডি ফোন করে একের পর এক তারিখ দেয় কিন্তু কোন টাকা দেয়না। গোবিন্দগঞ্জ থানার এসআই মো. আলাউদ্দিন আজাহার আলী সরকারকে একবার থানায় ডেকেও পাঠান। গত ১১ ফেব্রুয়ারি থানায় বসে আলোচনার পরও কোন সমাধান মেলেনি।

আখতারুল ইসলামের দুলাভাই এনামুল হক বলেন, থানায় বসে আলোচনার সময় একজনকে টাকা দিলে সবাইকেই দিতে হবে, আমি এখন কয়জনকে টাকা দেব বলে মন্তব্য করেন আজাহার আলী সরকার। শ্যালকের টাকা উদ্ধারের জন্য চেষ্টা করায় আমার নামে মিথ্যে অভিযোগে জিডিও করেন তিনি। এখন গোবিন্দগঞ্জ উপজেলা শহরে এটিএক্সের কার্যালয়টিও বন্ধ। সেখানে কেউ আর বসেন না।

ভূয়া কোম্পানির এমডি মো. খালেকুজ্জামান মাসুদের মুঠোফোনে কল করলে তার ব্যবহৃত ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা প্রকল্পের জমিদাতা আজাহার আলী সরকার বলেন, এমডি মো. খালেকুজ্জামানের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া ওরা নিক। তার বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কেননা তার সাথে আমার দীর্ঘদিন থেকে যোগাযোগ নেই। এসব লেনদেনের সাথে আমি ছিলামও না। লেনদেন হয়েছে কিনা সেটাও আমি জানি না।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। এমন ঘটনার কথা ঠিক মনে পড়ছে না। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম