রবিবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীপুর পৌর বিএনপি ১নং ওয়ার্ডের নবগঠিত কমিটির পরিচিতি, সাবেক ও সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তির জন্য দোয়া মাহফির ও দরিদ্র অসহায়দের মাঝে বস্র বিতরন করা হয়েছে।
পৌর বিএনপির কার্যালয়ে ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক এডঃ কাজী খান।
,দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিস্কারভাবে বলতে চাই- খালেদা জিয়ার মুক্তি চাই না, খালেদা জিয়াকে মুক্ত আমরা করব। কার কাছে মুক্তি চাইব ? একটা অবৈধ, অনির্বাচিত, দুর্নীতিবাজ, দালাল সরকারের কাছে ? খালেদা জিয়াকে মুক্ত করব আন্দোলনের মাধ্যমে।তিনি বলেন আমি আবারও বলছি, এই অবৈধ সরকার, এই অনির্বাচিত সরকার তাদের কাছে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আমরা চাইতে পারি না। আগে তাদের পতন ঘটাতে হবে। পতনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে।জুলুমবাজ সরকারকে হঠাতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। বিএনপি আজ অনেকবেশি শক্তিশালী। গুম-খুন, হত্যা, মিথ্যা মামলার মাধ্যমে বিএনপির নেতারা জেলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে পৌর বিএনপির সদস্য সচিব আলহাজ মোঃ বিল্লাল হোসেন বেপারি সরকারের উদ্দেশে বলেন,বেগম খালেদা জিয়ার মতো নেত্রীকে যদি সরকার বিদেশে না পাঠায় এবং গণতন্ত্রকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে এ দেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে।
তিনি বলেন, ‘দেশবাসী জেগে উঠতে শুরু করেছে। এই জাগরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত; পদ্মা, মেঘনা এবং যমুনার অববাহিকায় উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে। সেই তরঙ্গে আপনাদের গদি ভেঙে খানখান হয়ে যাবে।’
পৌর বিএনপি অন্যতম প্রভাবশালী নেতা এসএম জাবেদ বলেন, বার বার নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’কে অন্যায় ভাবে আটকে রাখা হয়েছে। এমনকি তাকে উপযুক্ত চিকিৎসাও দিচ্ছে না সরকার। এই অবিচার বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তাই বেগম জিয়াকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবী জানান তিনি।
পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মাষ্টারের সন্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মোক্তদির হোসেন, সাইফুল হক মোল্লা, খোকন প্রধান ও মুনসুর আহম্মেদ আকন্দ প্রমুখ। এ সময় উপজেলা ও পৌর বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
সভা শেষে দেশ নেত্রী বেগম জিয়ার রোগমুক্তির জন্য বিশেষ দোয়া ও প্রায় শতাধিবক গরিব অসহায়দের মাঝে শাড়ী, লুংগী ও নিত্য প্রয়োজনীয় বস্র বিতরন করা হয।