ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে ১০ হাজার টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার রাত সাড়ে ১১ টায় হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী ) সকাল ১১ টার দিকে জুয়া আইনের মামলায় তাঁদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বোরহানউদ্দিন থানাসূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পায় হাসান নগর ইউনিয়নের হাকিমুদ্দিন লঞ্চঘাট এলাকায় একটি গ্রুপ জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে টায় এস আই মেজবাহ উদ্দিন এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২০ জুয়ারিকে আটক করেন।
আটককৃতরা হলেন,বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ও টবগী ইউনিয়নের আমীর চৌধুরী,রিপন,ইলিয়াস,হাসনাইন,সবুজ,ফিরোজ,মিলন,নুরেআলম, রহিম,বশার,ইকবাল, রাজিব , সেলিম,ইমাম,জসিম, খোকন,শাহেআলম, ইব্রাহিম , আঃ মালেক ওরফে মানিক সওদাগর , নসু মিয়া
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির (বিপিএম) বিষয়টি নিশ্চিত করে জানান, জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম ও ১০, হাজার টাকাসহ ২০ জুয়াড়িকে আটক করা হয়।এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।