লালমনিরহাটে ১৮ শতক জমি নিয়ে দফায় দফায় বসতবাড়ি ভাংচুর করায় মোঃ রতন মিয়ার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেখার যেন কেউ নেই।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গোকুন্ডা আদর্শটারী গ্রামের মোঃ সামাদ আলীর দরিদ্র ও অসহায় ছেলে মোঃ রতন মিয়ার ওয়ারিশবর্গ ভোগ দখলীয় মালিক ওয়ারিশ সূত্রে বর্নিত খতিয়ানে ৪১ শতক জমির মধ্যে ১৮ শতক জমি ভোগ দখলীয় মালিক বটে।যাহাতে বর্তমানে রতন মিয়ার বাড়ি ও পুকুর বিদ্যমান রহিয়াছে। সরলতার সুযোগ নিয়ে একই এলাকার মৃত কছর উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ, মোঃ শফিকুল ইসলাম, মৃত হানিফ আলীর ছেলে মোঃ জহুরুল ইসলামসহ ১৫/২০ জনের একটি সন্তাসী দল প্রায় ৬ মাসের মধ্যে মোঃ রতন মিয়ার বসতবাড়ী একাধিকবার ভাংচুর করেছেন এবং গত ২৪/০২/২০২২ ইং অসহায় মোঃ রতন মিয়ার পরিবার সহ বসতবাড়ি সমুলে ধংস করে দেয়ার উদ্দেশ্যে সন্ত্রাসী দলের সহযোগিতায় আবুল কালাম আজাদ গং বাড়ির সকলের অজান্তে পেট্রল বাড়ির চতুর দিকে ছিটাইয়া দিয়ে আগুন লাগিয়ে রতন মিয়া কে পরিকল্পিত ভাবে মেরে ফেলার চেষ্টা করে বলে ভোক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে জানা গেছে। ওই জমি নিয়ে গ্রামবাসী ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ সরকার টোটন একাধিকবার মিমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
এছাড়া ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তবু্ও দূদার্ন্ত মোঃ আবুল কালাম আজাদ গং গ্রামবাসী ও চেয়ারম্যান কতৃক মিমাংসা কিংবা আদালতে চলমান মামলার তোয়াক্কা না করে সন্তাসী বাহিনী দিয়ে মোঃ রতন মিয়া ও তার পরিবার কে মেরে ফেলার ষড়যন্ত্র করে আসছেন। এমন কি অবৈধ কিছু মালামাল বসতবাড়ির পাশাপাশি রেখে বড় ধরনের বিপদে ফেলানোর পরিকল্পনাও করে আসছেন। জমির পরিমান ৪১ শতক এর মধ্যে ১৮ শতক যার এস এ খতিয়ান ১১৬৯। সন্তাসীদের আগ্রাসনী থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারটি।