রংপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ও সাবেক দর্শনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদেক আলীকে (৯৪) স্ব-শরীরে উদ্ধার করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে এলাকাবাসীর উদ্যোগে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
আওয়ামী লীগ নেতা ছাদেক আলী ২০ ফেব্রুয়ারি রাতে রংপুর শহীদ মিনারে ফুল দিতে গিয়ে আর বাসায় ফিরে আসেননি। পরে ২২ ফেব্রুয়ারি তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশান ইসলাম মুকুল তার বক্তব্যে প্রবীণ রাজনীতিক ছাদেক আলীকে সুস্থ্য অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল বলেন, একটা মানুষ আজ ৮ দিন থেকে নিখোঁজ। অথচ প্রশাসন কিছুই করতে পারছে না। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ছাদেক আলীকে স্ব -শরীরে উদ্ধার করা না হয়। আগামীতে কঠোরতর আন্দোলনের ডাক দেয়া হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুনি ধারাম অধিকারী, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শামসুল হক, সাবেক দর্শনা ইউপি চেয়ারম্যান ফতে আলী খোকন, ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, নিখোঁজ সাদেক আলীর ছেলে মুকুট, এডভোকেট মওদুদ, সুমন, মেহেদী, আক্কেলপুর স্কুলের শিক্ষক মন্ডলী প্রমুখ।