মাগুরা শ্রীপুরে বর্তমান সরকারের বিভিন্ন কর্মকান্ডের উন্নয়ন,মুক্তিযুদ্ধের চেতনা, “মুক্তিযুদ্ধের স্মৃতি গাথা মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
০১লা মার্চ মঙ্গলবার সন্ধ্যায় শ্রীপুর স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকন। প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।
আলোচনা সভা শেষে শ্রীপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া উপজেলার টুপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করেন ০৩ শ্রীকোল ইউনিয়নের ৬নং ওর্য়াডের সদস্য মিয়া মোঃ ওয়াহিদুল ইসলাম।