1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে পুলিশের বাধায় পন্ড বিএনপির মিছিল, আহত ৩০, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র “মজবুত সংগঠন কায়েম ছাড়া কল্যান রাষ্ট্র গঠন সম্ভব নয়”- সাইফুল আলম খান মিলন প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন রাউজানে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদত বার্ষিকী পালিত বুদ্ধিবৃত্তিক সংগঠন পাটাতনের নতুন কমিটি ঘোষণা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে

সাভারে পুলিশের বাধায় পন্ড বিএনপির মিছিল, আহত ৩০, আটক ২

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২১৮ বার

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে বিএনপির মিছিল । এসময় সড়কের পাশে সমাবেশ করতে চাইলে শুরু করা হয় লাঠিচার্য । এতে বিএনপির ৩০ নেতাকর্মী আহত হয় । এছাড়াও পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়ার অভিযোগে ঘটনাস্থল থেকে বিএনপির দুই কর্মীকে আটক করা হয় । বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাভারের রাজালাখ ফার্ম এলাকায় বিক্ষোভ মিছিল করার সময় এই ঘটনা ঘটে ।

বিএনপির নেতাকর্মী বলেন, সারাদেশের কর্মসুচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টার দিকে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বিএনপির সাবেক সংসদ সদস্যের বাড়িতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় । বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গিয়ে আওয়ামীলীগ জনগনের সাথে প্রতারনা করেছে। রাষ্ট্রীয় গণতন্ত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে । সয়াবিন তেল, চাউল, চিনি, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আকাশ ছুয়েছে । তেল মজুদ করা হচ্ছে । আওয়ামীলীগের লোকজন নিজেরাই সিন্ডিকেট বানিয়ে ব্যবসার নামে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের দিকে তাদের খেয়াল নেই,তারা বিরোধীদলকে দমনে ব্যস্ত রয়েছেন। এসময় তার সাথে কেন্দ্রিয় নির্বাহী সদস্য নিপুন রায় চৌধুরী, আলহাজ তমিজ উদ্দিনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

পরে সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । মিছিলটি মহাসড়কের রাজালাখ ফার্ম এলাকায় পৌছালে পুলিশের বাধার মুখের পড়ে । পরে পুলিশের বাধায় ভেঙ্গে মিছিলটি সামনের দিকে নিয়ে যেতে চাইলে লাঠিচার্য শুরু করা হয় । এতে বিএনপির প্রায় ৩০নেতাকর্মী আহত হয় । প্রতিবাদে বিএনপির কর্মীরাও ইটপাটকেল ছুঁড়ে মারে । এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করে পুলিশ । পরে বিএনপির সিনিয়র নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে সড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।
বিএনপির সাভার থানা বিএনপির সভাপতি বলেন, তারা শান্তিপূর্ণ ভাবে মিছিল করছিলেন । অথচ পুলিশ হঠাৎ করে তাদের মিছিলে বাঁধা দিয়ে অতর্কিতভাবে লাঠিচার্য শুরু করে । এতে তাদের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে বলে তিনি দাবী করেন ।

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের ছুঁড়া ইটপাটকেলের তাদের দুই পুলিস সদস্য আহত হয়েছে । পরে ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম