মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে রোববার দুপুরে অংশগ্রহন মূলক শাসনব্যবস্থা শক্তিশালী করণের মাধ্যমে সরকারি সেবা সমূহের দায়বদ্ধতা রেসপন্স প্রকল্পের আওতায় সরকারি সমাজসেবা কার্যালয়ের সেবা বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকএইডের সহযাগিতায় অনুষ্ঠিত এ গণশুনানীতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উপজেলা লোকমোর্চার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে গণশুনানীতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, লোকমোর্চার কো-অর্ডিনেটর ওসমান গণি, শ্রীকাল ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হাফিজুর রহমান, সব্দালপুর ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক মোল্যা মতিয়ার রহমান, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়র প্রধান শিক্ষক ও ইউনিয়ন লোকমোর্চার নির্বাহী সদস্য ফয়জুর রহমান লাভুসহ অন্যরা।
গণশুনানীত উপজেলা সমাজসেবা দপ্তর থেকে প্রদত্ত বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন জটিল রোগাক্রান্ত অনুদান প্রভতি বিষয়ে ভূক্তভোগিরা বিভিন্ন প্রশ্ন করেন। গণশুনানীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ৮ ইউনিয়ন লোকমোর্চার সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ধরনের ভুক্তভোগিগণ অংশগ্রহণ করেন।