“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য”-এ প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের মাগুরার উপ- পরিচালক আব্দুল আওয়াল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, উপজেলা আইজিয়ে পকল্পের প্রশিক্ষক নুরুন্নাহার নুরু, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেলিনা খাতুন প্রমুখ। এছাড়াও উপজেলার
বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভায় কর্মক্ষেত্রসহ সব স্তরে নারীদের অধিকার, সমতা ও শিক্ষার বিষয়ে গুরুত্ব তুলে ধরেন বক্তরা।