নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভুবিরবাক শ্রী শ্রী রাখার ঠাকুর তলায় ২৮ তম বার্ষিক অষ্টপ্রহরব্যাপী কীর্তন উৎসব ৮ মার্চ মঙ্গলবার বিকালে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে গীতাপাঠ করেন উপজেলা সৎসঙ্গের সভাপতি শ্রীযুক্ত মৃনাল কান্তি দাশ বাদল। অনুষ্টানমালার মধ্যে ছিল অধিবাস,গীতাপাঠ,হরিনাম সংকীর্তন,দধিভান্ড ভঞ্জন,মহাপ্রসাদ বিতরন ও হরিলুট। এতে কীর্তন পরিবেশন করেন, লাখাইয়ের কীর্তনীয়া দিনেশ দেবনাথ,সুনামগঞ্জের নিবারন সুত্রধর,মুক্তপদ দাশ,নবীগঞ্জের রিংকু দাশসহ অন্যান্য কীর্তনীয়াবৃন্দ। কীর্তন কমিটির সভাপতি অমলেন্দু সুত্রধর,সহ সভাপতি সুরঞ্জর সুত্রধর, সাধারন সম্পাদক অজিত সুত্রধর মেম্বার এর সার্বিক পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদৃর রহমান খালেদ,সুমন তালুকদার,,ব্যবসায়ী উত্তম কুমার রায়,লিটন দেনাথ,খোকন দাশগুপ্ত, জন্টু চন্দ্র রায়, পিন্টু রায়,গোপাল সুত্রধর, কীর্তন কমিটির যুগ্ম সম্পাদক রতিশ সুত্রধর,খিতেন সুত্রধর,সাংগঠনিক সম্পাদক নিধু সুত্রধর,অর্থ সম্পাদক বিপুল দাশ,শিক্ষক পলাশ রতন দাশ,রিংকু দাশ,গঙ্গেশ দাশসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ও কীর্তন কমিটির লোকজন এ সময় উপস্থিত ছিলেন।