বৃহস্পতিবার (১০মার্চ) দিনগত রাত সোয়া ২টার সময় সালনা হাইওয়ে থানা পুলিশ জরুরি কল সেবা ৯৯৯ এর মাধ্যমে মহাসড়ক হইতে একটি গরু ভর্তি ছিন্তাই চক্র গরু ভর্তি ট্রাকসহ ছিনতাই করে চন্দ্রা/ঢাকার দিকে যাচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক সালনা হাইওয়ে থানার রাত্রীকালিন টহল ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) মোহাম্মদ আশরাফুল হক সংগীয় ফোর্সের সহায়তায় উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পশ্চিম চন্দ্রা সাকিনের ফনফিডেন্ট সিএনজি পাম্পের বিপরিত পাশে ঢাকাগামী লেনে চেকপোষ্ট বসিয়ে ১৩ টি গরু ও ২ টি মহিষ ভর্তি ট্রাক নং ঢাকা মেট্রো ট ১৩-৩৯৩৯ গাড়ীটি গরু ও মহিষ এর প্রকৃত মালিক মতিয়ার রহমান (৪৫), পিতাঃ মৃত আব্দুল কাদের মোল্লা, সাং বোরাইতলা, থানাঃ সদর, জেলাঃ কুষ্টিয়া এর শনাক্তমতে ট্রাকে থাকা ১৩ টি গরু ও ০২ টি মহিষ সহ ছিনতাইকারী ১। নুর মোহাম্মদ (৫৫), পিতাঃ মৃত আঃ হাকিম, ২। আব্দুল্লাহ (১৮), পিতাঃ মেহের আলী, উভয়েই কক্সবাজার জেলার উখিয়া থানার সাং পূর্ব দরকাবিল এলাকার স্হানীয় বাসিন্দা, ৩। হাসান মোল্লা (৩৮), পিতাঃ হাসেম মোল্লা, সাং খাজানগর, থানাঃ সদর, জেলাঃ কুষ্টিয়া, ৪। ট্রাক চালক আরিফুল ইসলাম (৪৫), ৫। ট্রাকটির হেলপার রাকিবুল (১৮), পিতাঃ জয়নাল, সাং মাইজদিয়া মুন্সিপাড়া, উভয় থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া গনদের ইং ১১/০৩/২০২২ তারিখ রাত ০২:৪৫ ঘটিকার সময় আটক করে। পরবর্তীতে কালিয়াকৈর থানা পুলিশের নিকট ট্রাক নং ঢাকা মেট্রো ট ১৩-৩৯৩৯ ট্রাকে থাকা ১৩ টি গরু ও ০২ টি মহিষ সহ ট্রাকটি এবং আটককৃত লোকদের হস্তান্তর করেন।
এই বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।