মাগুরার শ্রীপুরে “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস
উপলক্ষে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে চত্বর থেকে বর্ণাঢ্য র্্যালী বের হয়ে বেলা ১১টায় উপজেলা পরিষদে মিলনায়তনে আলোচনা সভায মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শ্যামানন্দ কুন্ডু, শ্রীপুর থানার ওসি তদন্ত মোশাররফ হোসেন, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার আল মোসতাকিম অর্থি, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আয়ুব হোসেন খান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা প্রকল্প কর্মকর্তা কোহিনূর জাহান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল বারি, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর, সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পান্না খাতুনসহ অরো অনেকে।