মেহনতী মানুষের ঐক্যই মুক্তির পথ ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ এর পক্ষ হতে চালকদের ন্যায়সঙ্গত ৯ দফা দাবিদাওয়া ইতিমধ্যে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দায়িত্বশীল কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে । ৯ দফা দাবি প্রচার প্রচারণা ও আদায়ের লক্ষ্যে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ১৬ মার্চ সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তাগণ বলেন, বাণিজ্যিক নগরী চট্টগ্রাম ও ঢাকা মহানগরীতে বর্তমানে বৈধ সিএনজি অটোরিকশার স্বল্পতা অন্যদিকে হাজার হাজার বেকার সিএনজিচালিত অটোরিকশার চালক , তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি মার্চ ২০১৩ ইং সালে যোগাযোগ মন্ত্রণালয় ও বিআরটিএর সিদ্ধান্ত মতে চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর জন্যে ৯০০০ হাজার সিএনজি চালিত অটোরিকশার নতুন নিবন্ধন দ্রুত প্রদান করতে হবে , চট্টগ্রাম ও ঢাকা নগরীতে সিএনজি অটোরিকশা চালকদের ক্ষেত্রে ম্যানুয়ালি বা পস মেশিনে যেকোনো মামলার জরিমানা ৫০০ শত টাকা নির্ধারণ করতে হবে , এবং পার্কিং ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত নো পার্কিং মামলা দেওয়া থেকে বিরত থাকতে হবে ।
দুই মহানগরী থেকে অবৈধ সিএনজি অটোরিকশা উচ্ছেদ এর সাথে জড়িত ট্রাফিক বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে , পেশাদার ড্রাইভিং লাইসেন্স পুনরায় নবায়ন কালে ফিল্ডটেস্ট বাতিল করে পেশাদার চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স ইস্যুতে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি বা সমমান নির্ধারণ করাসহ ৯ দফা দাবির দ্রুত বাস্তবায়ন করতে হবে , দাবি বাস্তবায়নে গৌরী মসি করা হলে ঢাকাতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরবর্তী মিটিংয়ে কঠোর কর্মসূচি আসতে পারে।
কেন্দ্রীয় সদস্য সচিব মোঃ ফারুক হোসেনের সঞ্চালনায় ও সার্বিক তত্বাবধানে চট্টগ্রাম বিভাগীয় কমিটি আহবায়ক নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াজি উল্লাহ সাধারণ সম্পাদক বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন , উপদেষ্ঠা ঐক্য পরিষদ , প্রধান বক্তা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর , বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ওমর ফারুক চৌধুরী কেন্দ্রীয় চেয়ারম্যান , মুহ সাহ আলম কেন্দ্রীয় আহবায়ক , নাজিম উদ্দিন রানা সিনিয়র যুগ্ম আহবায়ক , সৌরভ থান কেন্দ্রীয় অর্থ সম্পাদক , মোঃ ইসলাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম উপদেষ্টা , নজরুল ইসলাম সরকার সাধারণ সম্পাদক চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ডাইভার্স ও সহকারী ইউনিয়ন রেজিঃ নং ১৩৪৯ , মোঃ ইলিয়াছ সভাপতি চট্টগ্রাম অটোরিক্সা – অটোটেম্পো শ্রমিকলীগ , রেজি নং ১৪৬৯ , আমিনুল হক কার্যকরী সভাপতি ১৩৪৯, মঞ্জুরুল আলম সাংগঠনিক সম্পাদক ১৩৪৯ , কাউছার উল আলম বাবলু অর্থ সম্পাদক ১৩৪৯ , মোঃ সিরাজ , মোহাম্মদ মনির , মোঃ সুমন , জয়নাল আবদীন , মোহাম্মদ নুরুদ্দিন , মোহাম্মদ ইউসুফ , হুমায়ুন কবির , মোঃ রমজান , মোহাম্মদ জাফর , ইকবাল হোসেন , জাহাঙ্গীর আলম , মোহাম্মদ বেলাল , মোহাম্মদ জুয়েল , মজনু মিয়া , সিদ্দিক মিয়া ,নজুমিয়া , মোহাম্মদ সোহেল , মোহাম্মদ হোসেন , জসিম উদ্দিন , কামাল সহ , থানা ও শাথা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সদস্যগণ উপস্থিত ছিলেন।