বৃহস্পতিবার ভোরে রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পাবনা জেলার ড্রাইভার আবুল কালাম আজাদ ও রাজবাড়ি জেলার সুপারভাইজার মোঃ ইউনুস।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক নূর মিয়া বলেন, বৃহস্পতিবার ভোর ৪ টায় ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি সংবাদবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
আর ঘটনাস্থলেই চালকসহ তিন জন নিহত হয়।
আহত হয়েছেন আরো ৫ জন।
পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। এ সময় বাস ও মাইক্রোবাসটি ও জব্দ করা হয়।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে