মাগুরা শ্রীপুরের টুপিপাড়া সংলগ্ন বরিশাট গ্রামে ১৭ মার্চ বিকেলে শ্রীমতি ইন্দিরা গান্ধী মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, সাবেক এমপি, মেজর জেনারেল (অবঃ) এ টি এম আব্দুল ওয়াহ্হাব।
ভিত্তি প্রস্তর স্থাপনের পূর্বে মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সভাপতি পঙ্কজ কুমার কুন্ডু’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সেক্রেটারি শিকদার শফিকুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন,রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা জেলা শাখার সহসভাপতি বিমালেন্দু শিকদার,শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আলিমুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ রঈসুজ্জামান, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস, শ্রকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী জহুরুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের অন্যতম সদস্য রানা আমির উসমান রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস।
বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ খন্দকার আবু আনসার নাজাত আশা’র সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক সর্দার বেলাল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ চৌধুরী রিজাউল হক মিন্টু।
রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসার তাসলিমা খাতুন জানান-বিশ্ব রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ অর্থায়নে প্রাথমিকভাবে ৭৩ লক্ষ টাকা ব্যয়ে উক্ত ভবন নির্মাণ করা হবে।