যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণে নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঈস উজ্জামান, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু আনছার নাজাত আশা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বর্ণালি জোয়ার্দার রিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্লা, ছাত্র লীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম ও সহকারী অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে শিশুদের নিয়ে অতিথিবৃন্দ কেক কাটেন। পরে র্্যালী শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।