ভোলার বোরহানউদ্দিনে স্থানীয় থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ শরীফ নামক যুবককে আটক করেছে।রবিবার রাতে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের আটককৃত যুবকের বাসায় অভিযান চালানো হয়।
বোরহানউদ্দিন থানার উপ পরিদর্শক ( এসআই) ফখরুল হাসান লিমন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পায়, পক্ষিয়া ইউনিয়নে একটি গাঁজার চালান ঢুকছে। এমন সংবাদে ২০ মার্চ রাতে অফিসার্স ইনচার্জ এর পরিকল্পনায় তিনি সহ একটি টিম ওই স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই টিম পক্ষিয়া ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ শরিফ এর বসত ঘরের মধ্যে থেকে ২ কেজি গাঁজা সহ আসামী মোঃ শরিফ কে গ্রেফতার করেন।
বোরহানউদ্দিন থানার অফিসার্স ইনচার্জ মোঃ শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্সে আছি। অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য,১৭ মার্চ টবগী ইউনিয়নের মুলাই পত্তন ও কাচিয়া ইউনিয়নের চকডোস এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৪৩৪ পিচ ইয়াবাসহ নিজাম ও সিরাজ মাতাব্বর ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।