মাদক ও চুরি একাধিক মামলার আসামী মোঃ আবাদ আলী ( ৩৮) কে গত রোববার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আবাদ কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
পুলিশসূত্রে জানা যায়, ২০১৮ সালে মাদক ও ২০০৭ চুরির ঘটনায় আবাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।
স্থানীয়রা জানান, মোগলটুলী ও গাংচর এলাকায় চুরি, মাদক,চাঁদাবাজিসহ এমন কোন অপরাধ নেই যা আবাদ করতো না। নতুন বাড়ী তৈরী করতে গেলে আবাদ তার সাঙ্গপাঙ্গরা মিলে চাঁদা দাবী করতো।
কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, শুধু চুরি বা মাদক নয়, গত বছর নানুয়ার দীঘিরপাড়ে পূজামণ্ডপে সহিংসতার ঘটনায় ভিডিও ফুটেজে আবাদের সম্পৃকতা পাওয়া গেছে। সোমবার বিকেলে গ্রেফতার আবাদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।