চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার পলাতক দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২০মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া মাহিত্যার বাপের বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার মৃত জগির আহমদের ছেলে আমিনুল ইসলাম প্রকাশ ডাকাত আমিন (৩৮) ও মো. সিরাজুল ইসলাম (৪৬)।
পুলিশ জানায়, নির্বাচনী সহিংসতাসহ ৮টি মামলার আসামি সিরাজুল ইসলাম এবং ৪টি মামলায় পলাতক আসামি আমিনুল ইসলামকে খাগরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় আমিনুল ইসলামের হেফাজতে থাকা মাইজপাড়ার ইউনুসের মুরগির ফার্মের দক্ষিণ পাশে বেগুন ক্ষেতে কালো পলিথিন মোড়ানো অবস্থায় লোহা ও কাঠের তৈরি ১টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, খাগরিয়া থেকে দুজন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং তাদের সাথে যারা জড়িত তাদেরও গ্রেফতার অভিযান অব্যাহত আছে।